গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
আখের রসের সাথে নেশাজাত দ্রব্য খাইয়ে চালককে অজ্ঞান করে ব্যাটারি চালিত অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ২ চোরসহ চুরিকৃত অটো রিক্সা শুক্রবার রাত সাড়ে ১০ টায় (৫ মে) উদ্ধার করলো গৌরীপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, পাশর্^বর্তী উপজেলা ঈশ^রগঞ্জ থেকে অটো চালক খাইরুল বাশার রেনুপোনা আনাতে শম্ভুগঞ্জে যায় ।
চালক খাইরুল অটো রেখে বিশ্ধসঢ়;্রাম করার সময় কেন্দুয়া উপজেলার নোয়াপাড়া গ্রামের মৃত মিরু হোসেনের ছেলে জলিল ও নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে আশরাফুল আলম অটো চালক খাইরুল বাশারকে আখের রসের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে যায়।
অটো চালক খাইরুলের জ্ঞান ফিরলে ঈশ^রগজে তার আতœীদের ফোন করে বিষয়টি অবগত করে। পরে ওই দিন রাতে তারা চুরিকৃত অটো খুজতে বের হলে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারে অটোটি দেখতে পেয়ে গৌরীপুর থানা পুলিশকে অবগত করে।
খবর পেয়ে গৌরীপুর থানার এসআই শাহ জালাল একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগীতায় রাতেই অটোসহ ২ চোরকে আটক করে থানায় নিয়ে আসে।
গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।