গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৬মে) বিকেলে তিন মাদকসেবীকে দ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে একটি দল উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোঃ আজিজ মিয়া (৬০), কাউরাট গ্রামের মৃত সম্ভূ রবিদাসের ছেলে নিখিল রবি দাস (৫৮) ও পশ্চিম মইলাকান্দা গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৫৮) মাদক সেবন ও সংরক্ষণের দায়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় পরিচালিত ভ্রাম্যমান আদালত গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে মোঃ আজিজ মিয়াকে ৩মাসের বিনাশ্রম কারাদ- ও ৫শ টাকা জরিমানা, নিখিল রবিদাসকে ১মাসের বিনাশ্রম কারাদ- ও ৫শ টাকা জরিমানা, মোঃ দুলাল মিয়াকে ১বছরের বিনাশ্রম কারাদ- ও ১হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে সকল মাদকসেবীকে আরও ৭দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করেন। উদ্ধারকৃত ১ কেজি ২শ গ্রাম গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে একটি দল।
ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীদের সাজার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজীয়া নাজনীন বলেন, মাদক নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।