গৌরীপুরে কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

juel / ৩৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

কৃষকের ধান ঘরে তুলতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ
উপজেলা করেসপন্ডেন্ট গৌরীপুর (ময়মনসিংহ)

শ্রমিক সংকট, ধান কাটা মজুরি বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগে খেতের ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় থাকে কৃষক।

কৃষকের এই দুশ্চিন্তা  দূর করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভর্তুর্কি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন(আধুনিক ধান কাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা কৃষি অফিসের সামনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি থেকে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুল দেন। এছাড়াও  তিনজন কৃষককে ভুর্তুকি মূল্যে পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়।
কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন কাঞ্চন মিয়া। পাওয়ার থ্রেসার পাওয়া তিন কৃষক হলেন রেজাউল করিম, মোঃ আব্দুল গনি ও ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা কৃষি সম্প্রসারণ রাকিবুল হাসান তুষার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ টাকা। এরমধ্যে ১৫ লাখ ৭৫ হাজার টাকা কৃষক ভর্তুকি পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর