ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম এর উদ্যোগে ১৪ দিন পর কর্মবিরতি প্রত্যাহার করে রবিবার হতে মিষ্টির দোকান খোলার ঘোষণা দিয়েছে মিষ্টি শ্রমিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ চেম্বার ভবনে ময়মনসিংহের মিষ্টি দোকানের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম।
মিষ্টির দোকান কর্মচারীদের সপ্তাহে ছুটির দাবিতে গত ১৪ দিন যাবত লাগাতার কর্মবিরতি চলছিল।আজ সন্ধ্যায় ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম এর উদ্যাগে মালিক শ্রমিক, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে কর্মবিরতির নিরসন হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৪ মে, রবিবার থেকে মিষ্টি ব্যবসায়ীগন তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন কালাম,জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এড, এমদাদুল হক মিল্লাত, শ্রম অধিদপ্তরের উপ মহা ব্যবস্হাপক আরিফুর জামান, প্রেসক্লাবের সম্পাদক অমিত রায়,সাবেক সম্পাদক বাবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল,জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা পুলিশের ইনস্পেকটর দেবাশীষ রায়, জেলা শ্রমিক লীগের আহবায়ক রাকিবুল ইসলাম শাহিন, মিষ্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক শিবু সরকার, ট্রেড ইউনিয়ন সভাপতি মাহবুব বিন সাইফ, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি কমল বসাক, মিষ্টি দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি দাসু দাস। সভা পরিচালনা করেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা।