গৌরীপুরে সাংবাদিক সুরেশ কৈরীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

juel / ৪৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের গৌরীপুর প্রতিনিধি স্বর্গীয় সুরেশ কৈরীর ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াতের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন,স্মরন সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে । উল্লেখ্য সুরেশ কৈরী ২০০০ইং সনে ১৩ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাওসার চৌধুরী রন্টির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার,সাবেক সাধরন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সহ সভাপতি আলী হায়দার রবিন,যুগ্ম সাধারন সম্পাদক শেখ মো: বিপ্লব,সদস্য আবদুল্লাহ আল আমিন,সাংবাদিক হুমায়ুন কবির সুমন প্রমুখ।

সুরেশ কৈরি  তিনি ১৯৫৩ সনের ৫ জানুয়ারী এ উপজেলার বোকাইনগর ইউনিয়নের গোসাইবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জার্নালিজমে মাস্টার্স পাস করেন। ১৯৭৪ সন থেকে তিনি সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন এবং সর্বশেষ দৈনিক সংবাদ ও দৈনিক জাহান পত্রিকায় কর্মরত থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।

প্রয়াত সুরেশ কৈরী একাধারে ছিলেন একজন গুনী সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী ও সমাজ সেবক। গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। সুরেশ কৈরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে পৌর শ্মশানে প্রয়াতের স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন, প্রেসক্লাব কার্যালয়ে স্মরন সভা ও লোকনাথ মন্দিরে মন্দিরে পূজার্চনা এবং হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর