কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবল রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ মে) সকালে প্রকল্পটির শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মো. মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালালের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এ দেশে ইসলাম প্রচার ও প্রসারের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। পরবর্তী ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি চালু করেন। এ প্রকল্পের মাধ্যমে প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তার ও কোর্স সম্পন্নকারী ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি, স্বাক্ষরতার হার বৃদ্ধি, সহীহ্ শুদ্ধভাবে পবিত্র কোরআন শিক্ষা, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস এবং জঙ্গিবাদ নির্মূলসহ সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ বলেন, কেন্দুয়া উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় মোট ১০৭টি কেন্দ্র এবং এসব কেন্দ্রে ১০৭ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এ প্রকল্পের সুবিধাভোগী সমাজের অবহেলিত, দরিদ্র, নিরক্ষর জনগোষ্ঠী ও মসজিদের ইমামদের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু প্রতিষ্ঠিত ইসলামি ফাউন্ডেশনের আওতায় পরিচালিত এ প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তর করার জন্য আমরা ইউএনও মহোদয়ের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।