কেন্দুয়া ( নেত্রকোনা) সংবাদদাতা
কেন্দুয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় অভিযান চালিয়ে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে বলে বিএনপির দলীয় সুত্র থেকে জানা যায়।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিক ইসলাম হিলালী শুক্রবার বিকালে জানান, আগামী কাল শনিবার( ২০ মে) নেত্রকোনা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ রয়েছে তা বানচাল করার লক্ষ্যে কেন্দুয়া থানার পুলিশ উপজেলা ও পৌরসভায় গায়েবী মামলায় নেতাকর্মী গ্রেফতার ও আরো গ্রেফতারের জন্য নেতাকর্মীর বাসা বাড়িতে দিনে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চলমান রয়েছে।
তিনি আরো বলেন, শুক্রবার বিকাল পর্যন্ত ৫ জন নেতাকর্মী নাম জানা গেছে, এর মধ্যে নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, মোজাফরপুর ইউনিয়ন বি এন পি সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূইয়া (লিটন), উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া (রুকন), নওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাহ্উদ্দিন সালাম,কেন্দুয়া পৌর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ।
এদিকে বিকালে কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা বিএনপি নেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলালসহ নেতাকমীদের মুক্তি দাবীতে মিছিল করেছেন।
তাৎক্ষণিক কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভুইঁয়ার নেতৃতে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বি এন পি ও জামাতের বিরুদ্ধে একটি মিছিল শুরু করে পৌরসভার বিভিন্ন রাস্তা ঘুরে এসে দলীয় কার্যালয় সামনে শেষ করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র আসাদুল হক ভুইঁয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়া প্রমূখ।
এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।