কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কেন্দুয়ায় এক রাতেই স্থানীয় জিয়াউর রহমান নামের এক খামারীর গরুর খামার থেকে পাঁচ গরু চুরি হয়েছে।
রবিবার ( ২১ মে) দিবাগত রাত অনুমান ২ টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের দিঘলকুর্শা এলাকায় এই ঘটনাটি ঘটে।
জানা যায়, রবিবার (২১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের রাজিবপুর গ্রামের দিঘলকুর্শা এলাকা মৃত শামছু মিয়ার ছেলে জিয়াউর রহমানের গরুর খামার থেকে একটি ষাঁড়, দুটি গাভী ও দুটি বড় বাছুর গরু সহ মোট পাঁচটি গরু চুরি হয়। গরুগুলোর আনুমানিক দাম ৫ লাখ টাকা।
এদিন রাতে টের পেয়ে খামারী ঘুম থেকে উঠে খামারে গিয়ে দেখেন তার পাঁচটি গরু নেই। তাৎক্ষণিক এলাকার চুরির ঘটনা জানালে শতাধিক গ্রামবাসী চোরের দলকে ধরতে ধাওয়া করে কিন্ত চোরের সন্ধান পায়নি।
ভুক্তভোগী খামারী জিয়াউর রহমান বলেন, প্রতিদিনের মত রাতে খামারে গরু দেখাশোনা করে ঘুমিয়ে পড়ি। রাতে একদল চোর এসে খামার ঘরের দরজার থালা ভেঙ্গে আমার পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। ৫ লাখ টাকার পাঁচটি গরু হারিয়ে আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবো সেই চিন্তায় আছি।
রাজিবপুর গ্রামের বাসিন্দা মানিকুজ্জামান মানিক বলেন,কেন্দুয়া বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে গরু চুরির ঘটনা বেড়েছে । আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।
কান্দিউড়া ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বাবুল জানান, গ্রামের কৃষকরা তাদের গৃহপালিত পশুর চুরি টেকাতে রাত জেগে পাহারা দেন। এখন রোরো ধানের মৌসুম থাকায় পাহারা ঠিকমতো না দেওয়ার কারণে আজ রাতে দিঘলকুর্শা এলাকার খামারী জিয়াউর রহমানের পাঁচ গরু চুরি হয়ে গেছে। এতে তার অনেক বড় ক্ষতি হয়ে গেল।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম বলেন, রাজিবপুর গ্রামের দিঘলকুর্শা এলাকা থেকে এক খামারীর গরুর খামার থেকে পাঁচটি গরু চুরির ঘটনাটি শুনেছি। এই বিষয়ে থানা পুলিশ কাজ করছেন বলেও তিনি জানান।