গৌরীপুরে অবৈধভাবে সরকারি গাছ কর্তন

juel / ৩৪ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি;

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে দুইটি সরকারি গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালে এ গাছগুলো আটক করেছে গৌরীপুর বন বিভাগ।
জানা যায়, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রি গাছ কেটে পেলেন এ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান। বন বিভাগের দাবী গাছটির আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি বিলুপ্ত প্রায় মেরা গাছ কেটে পেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। গাছটির ডাল-পালা কেটে গোড়ালি কিছুটা কাটার পর বাঁধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য প্রায় বিশ হাজার টাকা। 
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান- সকাল থেকে গাছগুলো শ্রমিকরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কিভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানে না। 
অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদুল ইসলাম বলেন- গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। মেম্বার আমাকে কিছু জানাননি।
ইউপি সদস্য মোঃ শাহজাহান বলেন- রেইনট্রি গাছটি মসজিদে দেয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব। 
সাংবাদিকদের দেখে আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। 
গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা জানান- রেইনট্রি গাছটি আটক করা হয়েছে। মেরা গাছটি পুরোটা কাটতে পারেনি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে। 
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা বলেন- গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না, খোঁজ খবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর