কেন্দুয়ায় উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন

juel / ৪২ দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩


কেন্দুয়া (নেত্রকোনা)সংবাদদাতাঃ
“শেখ হাসিনার মূলনীতি,
গ্রাম শহরের উন্নতি “
এই প্রতিপাদ্যের আলোকে
নেত্রকোনার কেন্দুয়ায় “জাতীয় স্থানীয় সরকার দিবস” উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে “জাতীয় স্থানীয় সরকার দিবস” পালন উপলক্ষে উন্নয়ন মেলার র‍্যালি পরবর্তী উদ্বোধনী আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।

প্রধান অতিথি উন্নয়ন মেলায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের উন্নয়ন বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝায়। উন্নয়ন রুপকার হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে, সেই লক্ষে উপস্থিত সকলকে কাজ করার জন্য আহবান জানান তিনি।

কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঁইয়া প্রমূখ।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন , কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো.মোজাম্মেল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসার প্রমূখ।
আবুল কাশেম আকন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর