বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

juel / ৪১ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

আনোয়ার হোসেন শাহীন ঃ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিনা ৫ অক্টোবর (বৃহস্পতিবার) গৌরীপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিগনের সাথে মতবিনিময় ও তথ্য অধিকার আইন বাস্তবায়নের জন্য জনঅবহিত করন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
স্থানীয় পাবলিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি,উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ,অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি,প্রেস ক্লাবের সাবেক সভাপতি ম নূরুল ইসলাম,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ,
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন আহসেদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান,তোফাজ্জল হোসেন,ইউপি চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন,আব্দুল্লাহ আল আমিন জনি,জায়েদুল ইসলাম,মোঃ আল ফারুক সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ার ম্যান সোহেলরানা,সালমা আক্তার রুরি,পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, সাব-রেজিষ্ট্রার হেলেনা পারভীন প্রমুখ।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিনা তার বক্তব্যে বলেন,স্মাট বাংলাদেশ বাস্তবানে সকলকে একযোগে কাজ করতে হবে। সোনার বাংলাদেশ গড়তে, সোনার মানুষের প্রয়োজন। তিনি আরো বলেন, গৌরীপুর জংশনসহ রাস্তাঘাট উন্নয়নের যথাযথ উদ্যোগ নেয়া হবে।পরে তিনি উপজেলা ভূমি অফিস,বঙ্গবন্ধু চত্তর ও গৌরীপুর প্রেস ক্লাব পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর