গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার বিকালে নতুন দর্শক গ্যালারী ও প্যাভিলিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন- ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।
গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজিব, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, রোজিনা আক্তার চৌধুরী মিতু প্রমুখ।
জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে এ গ্যালারী নির্মাণ করা হচ্ছে। এতে প্রাথমিকভাবে বরাদ্দ দেয়া হয়েছে ৪৫ লাখ টাকা।