গৌরীপুরে বিআরটিসি বাস ভাংচুর

juel / ৫৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩


গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরিপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের গঙ্গাশ্রম এলাকায়
বিআরটিসি বাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিআরটিসি বাস ঢাকা মেট্রো ব- ১১-৬০৮১ গৌরিপুর ঈশ্বরগঞ্জ সীমানার গঙ্গাশ্রম এলাকায় এসে পৌঁছুলে ২০-২৫ জন দুর্বৃত্ত বাসে অতর্কিত হামলা চালায়।

জানা যায়, ৩ টার দিকে ময়মনসিংহ থেকে নান্দাইল চৌরাস্তার উদ্দেশ্যে ৮০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে বিআরটিসি বাসটি।

চালক মোশারফ হোসেন বলেন, ” বাসটি এখানে পৌঁছুতেই ২০-২৫ জন লোক বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করে এবং বাসে হামলা চালায়। এসময় তারা বিএনপির স্লোগান দেয় এবং বলতে থাকে জ্বালায়া দে পুড়ায়া দে”

ঘটনাটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের অদূরে হওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান।

বিআরটিসি বাসটিতে অতর্কিত হামলা হওয়ায় বেশ কয়েজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গৌরিপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তকরণ ও আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর