ময়মনসিংহের ডিসি পেলেন শুদ্ধাচার পুরস্কার

Iqbal Hossain Jwel / ৮৫ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

অনলাইন ডেস্কঃ : কর্মক্ষেত্রে গুরুত্ব¡পূর্ণ অবদানের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার- ২০১৯-২০ অর্জন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসি।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো.মহিনুল হাসান ও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুর রহমান প্রমুখ।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানাবিধ কর্মকান্ডের মাধ্যমে ময়মনসিংহ জেলার উন্নয়নে অবদান রাখছেন। এর মধ্যে গ্রাম ভিত্তিক উন্নয়ন, শিক্ষকদের ডিজিটাল দক্ষতা উন্নয়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে ভূমিকা, শৃঙ্খলাবোধ, সমন্বয় ও নেতৃত্ব দানের ক্ষমতা,পেশাগত, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক নিরাপত্তা সচেতনতা। ই-ফাইল ব্যবহারে আগ্রহ, অভিযোগ প্রতিকারে সহযোগিতা, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে মো.মিজানুর রহমান বলেন, ‘এ স্বীকৃতির জন্য আমি প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানাই। এটা আমার একার কৃতিত্ব নয়, এটা পুরো ময়মনসিংহ জেলা প্রশাসনের কাজের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি আগামী দিনে আমাদেরকে কাজে অনুপ্রাণিত করবে।’ সম্পাদনা: জেরিন আহমেদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর