“উড়ন্ত পাখি”

publisher / ১৬ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

সে-ই তুমি।

বৃষ্টির গতিতে,

এলে মোর দুয়ারে।

চোখের বৃষ্টির শব্দটা,

তবু শুনতে নাহি পেলে?

এ হৃদয় হয়ে গেছে মরুভূমি।

দু-চোখের জল গেছে শুকিয়ে,

আর কতো জল ঝরবে বলো?

শুকিয়ে গেছে তোমাইর বিহনে।

নীরবতার এক পাহাড় গড়ে তুলেছি।

তুমি নামের বালুচরে তলিয়ে গেছি আমি।

এ মনের আকাশ শূন্য হয়ে গেছে।

নেই কোন আলোর আভা,

আছে শুধু আঁধার আর আঁধার।

প্রতি টি প্রহর লাগে একাকী, একেলা

আনমনে ভাবি তুমি কেন অবেলায় এসে

দাঁড়ালে এ মনের দুয়ারে।

তোমায় নিয়ে কত-শত কবিতা লিখা

তোমার নয়নে পড়ে নি কখনও তা।

তুমি রবে নীরবে, সংগোপনে

এ হৃদয়ের গহীন কোণে।

এ কোন প্রেম নয়?

মায়ার চাঁদরে জড়িয়ে রাখা আদর ###

কবি- আবিদা সুলতানা ঝুমা

প্রকাশ- ৩ অক্টোবর ২০২৪ // নিউজ-রাজগৌরী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর