গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম স্থগিত

Iqbal Hossain Jwel / ৫৬১ দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০

 ষ্টাফ রিপোর্টারঃ গত ২৮ জুলাই ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে অবৈধভাবে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নাখোশ। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম বাস্তবায়ন করার ফলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ব্যবস্থা নেয়। ৩১ জুলাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত প্যাডে নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি আগামী ১৫ দিনের মধ্যে সুষ্পষ্ট ব্যাখ্যাসহ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

করোনা মহামারীকালে ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল ইউনিট কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে। আর সেই মুহুর্তে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটি দেয়। যা গঠনতন্ত্র (পৃষ্ঠা ৩৪ ধারা-ঝ, ঞ) এর পরিপন্থী। অবৈধভাবে ক্ষমতা প্রয়োগে অস্বাভাবিক বহি:প্রকাশ ঘটায় কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ স্বাভাবিক ভাবে গ্রহণ করেনি।

ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে অবৈধভাবে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ ব্যবস্থা স্বরুপ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল কার্যক্রম স্থগিত করেছে। এর আগেও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম নুরুজ্জামান খোকন বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি এবং গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ায় সমালোচনায় পড়ে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু’র কাছে ফুলপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগ কমিটি বাতিল করে ১ দিনের মধ্যে নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি অবৈধ কিনা জানতে চাইলে, ক্লিন ইমেজ নেতা একেএম আফজালুর রহমান বাবু প্রতিবেদককে জানান “সম্পূর্ণ অবৈধ”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর