অযোধ্যায় রাম মন্দির রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনা আক্রান্ত

Iqbal Hossain Jwel / ১৯৭ দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্কঃ ভারতের অযোধ্যায় প্রায় ৫০০ বছর পুরনো বাবরি মসজিদের জায়গায় রামমন্দির নির্মাণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগরীর উদ্যোগে ‘ঐতিহাসিক বাবরী মসজিদস্থলে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে’ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, বাবরি মসজিদস্থলে রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ। মোদি সরকার গায়ের জোরে মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করে ভারতীয় সংবিধান লঙ্ঘন করেছে।

তিনি বলেন, অযোধ্যায় ৪০০ বছরেরও বেশি সময় ধরে বাবরি মসজিদ ছিল। ১৯৯২ সালে কিছু অপরাধী মসজিদটিকে শহীদ করেছিল।

বাবরি মসজিদ পুন:নির্মাণে বিশ্বের মুসলিম জনতা প্রয়োজনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে বলেও বলেন ইউনুছ আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, যুবনেতা কেএম আতিকুর রহমান, উত্তর সহ-সভাপতি আনোয়ার হোসেন, দক্ষিণ সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া, শাহাদাত হোসেন, শ্রমিকনেতা হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান, নূরুল ইসলাম নাঈম, ডা. শহিদুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, সৈয়দ ওমর ফারুক প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল জাতীয় প্রেস ক্লাব, কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় এসে শেষ হয়। এতে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর