মুক্তাগাছায় বাস-অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নিহত ৭

admin / ১০৩ দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০

ময়মনিসংহ অফিসঃ  ময়মনিসংহের মুক্তাগাছা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে সাতজন নিহত হয়েছেন। শন

শনিবার বিকাল পৌনে চারটার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জামালপুরগামী রাজীব পরিবহনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে মারা যান চারজন। বাকি তিনজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। অটোরিকশাটিতে চালকসহ সাতজন যাত্রী ছিলেন।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। আর বাকি চারজনের বাড়ি মুক্তাগাছায়।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থলে নিহত চারজনের লাশ মুক্তাগাছা থানায় রয়েছে। আর আহত অবস্থায় মারা যাওয়া তিনজনের লাশ রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, বাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর