ময়মনসিংহ অফিসঃ
ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালের আয়োজনে ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার (০৮ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে অনুষ্ঠিত আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বর্ণাঢ্য জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউছুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান,মহানগর আওয়ামিলীগের সভাপতি এহতেশামুল আলম,সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক , রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন নারী উদ্যোক্তা। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মাঝে ৮৬ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।