গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সন্মেলন

juel / ১৮০ দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

গৌরীপুর প্রতিনিধি;
ময়মনসিংহের গৌরীপুর ২৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) জমি সংক্রান্ত বিরোধের জেরে সংবাদ সন্মেলন করেছেন পৌর শহরের পুরহিত পাড়া নিবাসী অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার মতিলাল সরকার।

সকাল ১১ টায় স্থানীয় অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে তিনি বলেন,৩৫ বছর পূর্ব পুরহিত পাড়ার বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিলের কাছ থেকে গৌরীপুর মৌজার ৪১৫ খতিয়ানের ১২৫৫ দাগের শ্রেণী কান্দা সাড়ে ৩ শতাংশ ও ১২৫৭ দাগের শ্রেণী পুকুর খাতে ২ শতাংশ মোট সাড়ে ৫ শতাংশ ভূমি ক্রয়সূত্রে মালিকানা প্রাপ্ত হইয়া ভোগ দখল করে আসছি।যার বি আর এস রেকর্ডে ১২৫৫ হাল দাগ২০১৫ জমির পরিমান৩.৩১ শতাংশ ও ১২৫৭ এর হাল দাগ ২০২৪ জমির পরিমাণ ২ শতাংশের রেকর্ডীয় মালীক। ২০১৫ দাগের আমার বসত ভিটা তার সন্মোখভাগে ২০২২ দাগে সরকারী রাস্তা,তৎসংলগ্ন ২০২৪ দাগের পুকুরের অংশসহ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছি।বর্তমানে
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিলের ওয়ারিশানগন উল্লেখিত জমি জোর পূর্বক দখল ও বিক্রির পঁয়তারা করছে। ফলে আমি গত ১৮ জুন থানায় অভিযোগ দায়ের করলে গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানসহ গনমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিশে সিদ্ধান্ত হয় যে, জমি সংক্রান্ত ঘটনা নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত কোন পক্ষ কাজ করতে পারবে না। আমি এই সিদ্ধান্ত মেনে নিলেও বিবাদীপক্ষ গত ২০ ডিসেম্বর জোর পূর্বক অবৈধ ভাবে দখলের জন্য টিনের বেড়া দেয়ার চেষ্টা করে। আমি বাধাদিলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিলের ছেলে অলক রঞ্জন উকিল গংরা আমার উপর আক্রমন করে ও আমার সন্তান কাজল কুমার সরকার বেড়া সরাতে গেলে তাকে হত্যার হুমকি প্রদর্শন করে।তা ছাড়া বিবাদীপক্ষ একটি অনলাইনে ” গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধার স্থাপনায় হামলা ভাংচুর ” এই শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদটি আদো সত্য নয়।বর্তমানে টিনের বেড়াটি বিরোধপূর্ন জমিতে লাগানো আছে।
মতিলাল সরকার আরো বলেন,আমি ও আমার পরিবার আতঙ্কে দিনযাপন করছি। আমি এর প্রতিকার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য খবর