স্বাস্থ্য নিয়ে চলছে এখন
ইঁদুর-বিড়াল খেলা
জীবন আজ ঝুঁকির মুখে
চরম অবহেলা।
হাসপাতালে চিকিৎসা নাই
বসে আছেন ডাক্তার
কাজের কাজ হয় না কিছু
অকারণে হাঁক তার।
ওষুধপত্রের ভীষণ আকাল
সবকিছু আজ টনটন
রোগীবিহীন হাসপাতালে
মাছি উড়ে ভনভন।
পেটের ব্যথা সর্দি কাশি
নাই ব্যবস্থা তারও
বাইরে গিয়ে ওষুধ কিনে
দায়িত্বটা সারো।
বড় কোনো অসুখ হলে
যেতে হবে জেলায়
রোগীরা আজ জিম্মি হয়ে
আছে খুবই হেলায়।
ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী
নামেই শুধু আছে
ওষুধপত্র যায় না পাওয়া
কথাটা নয় মিছে।
বেহালদশা স্বাস্থ্যসেবার
হাঁটছে লেংড়া হয়ে
এ যন্ত্রণা আর কতো যুগ
যেতে হবে বয়ে?