ষ্টাফ রিপোর্টারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনা “জনক” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। জনক এর মোড়ক উন্মোচন করেন গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনক’র সম্পাদক মোঃ আনোয়ার হোসেন শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সরোয়ার সজির, সাবেক ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ কামাল হোসেন, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলার মোঃ আব্দুল কাদির, বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র প্রমুখ।
স্মরণিকায় ঠাঁই নেয় ছড়াকার আজম জহিরুল ইসলামের মুজিব তুমি ছড়ায় ‘মুজিব তুমি আর কিছু না স্বাধীনতার শ্লোগান’, ফাতেমা ইসরাত রেখা’র লজ্জাবনত আগস্ট কবিতায় অঝোরে কাঁদছে আকাশ, কাঁদছে বুকের শিশুটি খেলা ভুলে’, মোহাম্মদ শহীদুল্লাহ’র দু’চোখে খেলা করে, খালেদা আক্তার কবিতা এর ফিরবে না, শাহেরা খাতুন কল্পনার ‘কেনো’, আফরোজা আবেদিনের শেখ মুজিব, নাসরীন বিনতে ইসলামের ফিরে আসা শিরোনামে কবিতা স্থান পায়।